STORYMIRROR

অর্নব ঘোষ

Abstract Fantasy Others

3  

অর্নব ঘোষ

Abstract Fantasy Others

ভবঘুরে

ভবঘুরে

1 min
174

বর্তমানের চোখে অতীত ছুটে যায়,

ছুঁতে চায়। 

ঝিনুক নামক সকল কিশোরীর

নৈঃশব্দ্য ডুবে যায় অতল গভীরে। 


দূর কোনো অজানা এক আদিম গ্রামের 

শেষ ক্ষুধার্ত ইঁদুর কে ডাকে 

হ্যামেলিনের বাঁশিওয়ালা।


সংক্রামক ব্যাধির মতো ,

জীবনের গতি। 


ভ্রাম্যমাণ এই মননের দরজায় 

অপলক আকুতি নিয়ে 

ছুটে যায় , ছুঁতে চায়

শীৎকার থেকে নৈঃশব্দ্য 

স্থিতি থেকে গতি। 


মনে হয় মানুষের ঘর নেই কোনো,

সে আজীবন যাযাবর। 

ব্যাধির মতো মৃত্যু 

সে আজীবন হাহাকার। 



Rate this content
Log in

More bengali poem from অর্নব ঘোষ

Similar bengali poem from Abstract