STORYMIRROR

অর্নব ঘোষ

Abstract Others

5  

অর্নব ঘোষ

Abstract Others

অন্বেষণ।

অন্বেষণ।

1 min
580

ভোর ,

গনগনে উনুনে জীবন । 

তবু প্রশান্তি আসে ,

ধোঁয়ার আকুতিতে। 

চোখ জ্বালার বদলে

জুড়িয়ে দেয় মন। 

সকাল -বিকেল শুধু এই ভাবি, 

আউড়াই , বিষণ্ন এক সুর আর 

সাঁতরাই স্মৃতির , সপ্ত সমুদ্দুর। 


সন্ধ্যা,

চিতাবাঘের নিঃশব্দ পায়ে এলো,

আর একটু পরে রাত । 


রাত,

গোপনীয় বিভিষিকা চোখের উপর

এসে পড়ে , মুখ ফেরাই

মনে পড়ে, কতকাল 

গাওয়া হয়নি গান ।

স্কুল ছুট রাখাল কতকাল 

বাজায়নি বাঁশি । 


এখন ,

বসে বসে ঝেড়ে ফেলি, 

ভাতের ফ্যান , এক কাপড় , বাসি। 

আসে রক্ত ঘামের বেদনার গান ।

মরে বেঁচে ওঠে তার পচা পচা দেহ।

ঘুম-ঘোরে দেখি ,

এ মৃতদেহ আমারই!

 ঠোঁটে তার লেগে, 

সহজিয়া রাখালের হাসি।


দেখেছি এমন বহুবার ,

মনে পড়ে এখন,

বিষকালো মধ্যরাত। 


রাস্তায় বেরোই ,

শিয়ালের চোখ এদিক ওদিক চায়!

খুঁজে বেড়ায় মাংসের ঘ্রাণ

হেঁটে বেড়াই । 


আয়না ধরে নিষ্ঠুর অন্ধকার 

দেখি প্রাণ নেই আর 

চমকে উঠি !


 স্বীকার করি!


যে হেঁটে গেছে সেই শবদেহে ,

মানুষের মত শরীর আর

শিয়ালের মাথা বসানো আছে। 

আর কারোর নয় ,

এ মৃতদেহ আমারই ।

বোধের যন্ত্রনায় , সত্যের মুখোমুখি 

রোজকার জীবনে , একই খোঁজাখুঁজি 

এই ভাবে চলে।

রোজকার জীবনে, নিজের মুখোমুখি 

ঠিক এই ভাবে , নিষ্ঠুর সত্যকে 

এই ভাবে দেখি!

শুধু এই ভাবে দেখি। 



Rate this content
Log in

More bengali poem from অর্নব ঘোষ

Similar bengali poem from Abstract