ভালোবেসে
ভালোবেসে
চিন্তাভাবনাহীন প্রজাপতির মতো তোমার হাসি।
আমি তাতে ক্ষয়ে গিয়ে,
তোমাকে ভালোবাসি।
সমুদ্রের মতো রাত জেগে
থাকাতে পারি তোমার অপেক্ষায়।
ক্ষনিকের জন্য ভালোবেসে দেখ না আমায়।
শিরির কনা যেমন ভালোবেসে
মিশে যায় সবুজ ঘাসে,
আমি মৃত্যুর আলিঙ্গন মেনে নেবো শিশির বিন্দু মতো হেসে।
শত আলোক বর্ষ দূরে থেকেও রাতে আকাশে তারা গুলো থাকে কাছাকাছি,
তেমনি এক বললো মিছি মিছি,
তুমিও ফেলছো আমায় ভালোবেসে।
আকাশের মতো চাপা ঠোঁটে মিষ্টি হাসি হেসে।
যদিও আমি কোন শর্ত ছাড়াই তোমাকে যাবো ভালোবেসে ,
