ভালোবাসি?
ভালোবাসি?
"কী ? আর কিছু বলবে?"
প্রশ্নটার উত্তর কি হতে পারে? তোমার বুঝি জানা নেই?
চোখের ভাষা পড়ার ক্ষমতা টা কি এখন হারিয়ে গেছে তোমার?
মাঝরাত জেগে চোখের জল ফেলার মুহূর্তের সাক্ষী কি শুধুই আমি?
এতদিনের সম্পর্কটা বুঝি নামমাত্র ছিল?
সম্পর্ক টা শুধুই কি ছিল ওই চ্যাটবক্স এর আড়ালে ?
হাজার টা প্রশ্ন করলে উত্তর আসে একটা হয়তো বা আসেই না! কিন্তু কেন?
আমার এই অগোছালো জীবন টাকে সাজিয়ে গুছিয়ে ফের চলে গেলে?
রাস্তার মোড়ে দেখা হলেও চলে যেতে পারলে মুখ ফিরিয়ে?
এত অবহেলা...কেন?
বড্ড মনে পড়ে অতীতের দিনগুলো;
মনে কি আছে তোমার সেই দিনটার কথা?
হাতে শুভ্র সাদা গোলাপ এনে বলেছিলে, "ভালোবাসি"....
মনে কি আছে আর...আমার প্রিয় ফুলের কথা?
ওই মূল্যহীন ফুলটার দাম অনেক আমার কাছে,
তাইতো ডায়েরির পাতার ভাঁজে আটকে আছে আজও;
মুক্ত হলে সুগন্ধ ঝরে পড়ে এখনও।
তোমাকে বলেছিলাম না?...
মনের মধ্যে অদ্ভুত একটা ড্রাম বাজে তুমি আশেপাশে থাকলে...
সব শেষ হবার পরেও জানিনা কেন আজও সেটা বেজে চলে,
হয়তো আমার কাছে প্রকাশ করে তোমার অস্তিত্ব!
একটা অসম্ভব ভালোলাগা কাজ করে জানতো;
যখন ভাবতে থাকি পুরোনো স্মৃতিগুলো!
আবার কি ফিরে পাওয়া যায়না?
সুযোগ কি আসবে না আর নতুন স্মৃতি সঞ্চয় এর?
তাচ্ছিল্যের সাথে বলবে তুমি " নাহ";
থাক তাহলে, কল্পনায় তো দিব্যি আছি তোমাকে নিয়ে,
কথাগুলো নাহয় সব জমা থাক জীবনের বেরঙিন খাতার পাতায়।
আজও কি ভালোবাসি তোমায়?
প্রশ্নরা সব যে উত্তরের আশায়!
এসব প্রশ্ন করার নেই কোনো অবকাশ;
হৃদয়ের অন্তরালে যে শুধুই তোমার বসবাস।
সবশেষে জানোতো গানের দুটো লাইন হামেশাই মনের অলিগলিতে ঘোরে ,
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি!

