ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি


ভালোবাসি, ভালোবাসি,
চোখের জলে, ভেজার ছলে, পলে পলে।
ভালোবাসি, ভালোবাসি,
ঝড় বাদলে, দাবানলে, অহংকারের বলে।
ভালোবাসি, ভালোবাসি,
নিদাঘ কালে, হিমের তলে, গালের টোলে।
ভালোবাসি, ভালোবাসি,
বন্ধ চোখের পাতার আড়ালে, নিরালা আবডালে।