STORYMIRROR

Partha Pramanik

Romance Tragedy

3  

Partha Pramanik

Romance Tragedy

"ভালোবাসার বারান্দা"

"ভালোবাসার বারান্দা"

1 min
842


ভালোবাসার বারান্দাটা তখনও ছিল খোলা,

আকুল মনে করেছিলাম চিঠির প্রত্যাশা;

ভোরের আলো যেমন করে ঘোচায় রাতের আঁধার

ভেবেছিলাম এবার বুঝি ঘুচবে অভিমান।

সব অপেক্ষার অবসানে এল শেষের চিঠি,

কেই বা জানতো- এটাই ছিল সকল স্মৃতির ইতি!

ভালোবাসার বারান্দাটা আজ বড্ড ফাঁকা

সবই আছে, নেই শুধু প্রেমের প্রত্যাশা;

নাই বা থাকল কোনো আশা, নাই বা রইল তাড়া

এখান থেকেই হোক শুরু নিজেকে ভালোবাসা।

থাকবেনা আর ভাঙন জ্বালা, থাকবে নাকো দাবি

বারান্দাটাই হয়ে উঠুক একাকীত্বের সাথী।।


Rate this content
Log in