"ভালোবাসার বারান্দা"
"ভালোবাসার বারান্দা"

1 min

842
ভালোবাসার বারান্দাটা তখনও ছিল খোলা,
আকুল মনে করেছিলাম চিঠির প্রত্যাশা;
ভোরের আলো যেমন করে ঘোচায় রাতের আঁধার
ভেবেছিলাম এবার বুঝি ঘুচবে অভিমান।
সব অপেক্ষার অবসানে এল শেষের চিঠি,
কেই বা জানতো- এটাই ছিল সকল স্মৃতির ইতি!
ভালোবাসার বারান্দাটা আজ বড্ড ফাঁকা
সবই আছে, নেই শুধু প্রেমের প্রত্যাশা;
নাই বা থাকল কোনো আশা, নাই বা রইল তাড়া
এখান থেকেই হোক শুরু নিজেকে ভালোবাসা।
থাকবেনা আর ভাঙন জ্বালা, থাকবে নাকো দাবি
বারান্দাটাই হয়ে উঠুক একাকীত্বের সাথী।।