ভালবাসি তোমাকে
ভালবাসি তোমাকে


আজকে আবার নতুন করে
তোমায় পাওয়ার দিন ,
যতই ভালোবাসি তোমায়
মেটাতে পারবো না ঋণ।
তোমার সাথে মনের খেলা
সপ্ন মধুর আশা ,
অমর হয়ে থাকুক
তোমার আমার ভালোবাসা।
যত্ন করে রাখবো
তোমায় মনে আঙিনায়,
দিবস রাতি বসে থাকি
তোমার ই আশায় ।
প্রপোজ ডে তে তোমার কাছে
এটাই অঙ্গীকার,
সারা জীবন হাতটি তোমার
ছাড়বো না তো আর।