ভালবাসার শেষ কথা
ভালবাসার শেষ কথা


ভালবাসার পরিনতি হতে চলেছে
সব আশার পরিনতি হতে চলেছে
একটা মিষ্টি জন্ত্রনার পরিনতি হতে চলেছে
এই বেশ ভাল হল
আর কাউকে ভালবাসতে হবে না,
আর কারুর কথা ভবতে হবে না
মনের গভীরে যে মিষ্টি ব্যাথা পেতাম
চোখের মধ্যে একটা স্বপ্ন লুকিয়ে রাখতাম
ভালই হল,হৃদয় পাবে আরাম আর চোখ কে দিলাম ছুটি...
আর কাউকে ভালবাসতে হবে না
তার কয়েকটা শব্দ কানে আজও বাজে
শেষ বলা কথাগুলো আজ আছে বুকের মাঝে.
চল্লাম....ভাল থাকিস ...আর স্বপ্নটাকে বাঁচিয়ে রাখিস
আবার কাল থেকে স্বপ্ন দেখা শুরু
আবার কাল থেকে বড় হওয়া শুরু
কাল থেকে সব কিছু হবে আগের মত
কারন কাল থেকে নিশ্বাশ নেওয়া বন্ধ
শুধু প্রশ্বাশ নেওয়া শুরু