ভালবাসা
ভালবাসা
নিয়ম মেনে ভালোবাসা
সেও কি আবার হয়,
সব ই তো মনের খেলা
আর কিছু ই নয়।
মন যাকে নিজের মানে
তার কাছেতেই রয়,
ভুলতে কভু পারে না তারে
যত দূরেই যায়।
ভালোবাসা র মানুষ টাকে
কাছে পেতে চায়,
প্রতি ক্ষনে তাকে যেন
দুচোখে হারায়।
ভালোবাসার দিনটি
আবার মনে করিয়ে দেয়,
নতুন করে পুরানো কথা
ফিরে ফিরে ধায়।