::বাংলা বাঁচুক প্রাণে::
::বাংলা বাঁচুক প্রাণে::
২১ শে ফেব্রুয়ারি এলে বাঙালির
বাংলা আবেগ হঠাৎ ওঠে বেড়ে
সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়
বাংলাকে ভালোবাসার বন্যা দেখা যায়
যেই ফুরাল একুশ, ভালোবাসা সব ফুরুৎ...
বাংলা বলতে লজ্জা পায় ওরা
তাই পাশ্চাত্যের ভাষায় ছোটায় ফোয়ারা।
পথে-ঘাটে বাসে-ট্রেনে কিংবা রেস্টুরেন্টে
বাংলা বলে না ওরা,তাতে যে সম্মানে বাধে।
প্রেম নিবেদন করতেও পাশ্চাত্যের ধার ধারে
বাংলায় বলতে ওদের কেমন একটা লাগে।
বাংলাতে কথা বলে যারা আকাট মূর্খ তারা
ইংরেজি বলে যারা প্রকৃত শিক্ষিত তারা
বাংলা মাধ্যমে কি মানুষের ছেলে পড়ে?
পোশাকে-আশাকে ভাবে ভাষায়
বাঙালি আজ আর বাঙালি নাই রে।
বাংলা ভাষার পিঠ ঠেকে গেছে
তাই দেওয়ালে হায় রে!
বাঙালির কাছে বাংলা আর 'মোদের গরব' নাইরে
পাশ্চাত্যের মোড়কে মোড়া তাই বাঙালি ভাইরে।
ওঠো জাগো বাঙালি, জাগার সময়ে হয়েছে আজ
মায়ের ভাষায় লজ্জা কী,ও যে মাতৃদুগ্ধ তোমার।
বলো, বাংলা আমার মায়ের ভাষা,বাংলা আমার প্রাণ
বাংলা ভাষায় কথা বলতে নেই কোনো অপমান।
এসো বাঙালি,বাংলা ভাষাতে কথাবলি খুলে মন প্রাণ
বাংলা কে করি জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দান
সোশ্যাল মিডিয়ার পাতায় না বেঁচে
বাংলা বাঁচুক সব বাঙালির মনে প্রাণে কথনে।
