বাঁচালো কে?কবিতা রক্ষিত
বাঁচালো কে?কবিতা রক্ষিত
সেদিন বরষা ছিল
মাঝ রাতেতে।
আজ আমি মনে করি
এই প্রাতেতে।
সেদিন ভাবিনি আমি,
ভেসে যাবে মন্দাকিনী।
প্রলয়ঙ্কর রুপ তার
চিনি আমি চিনি।
কিন্তু সেদিন বিশাল পাথর
বাঁচালো তাকে।
সেই কেদারনাথের মন্দির স্বমহিমায়,
বাঁচালো কে?
সেদিন বরষার দিনে
স্রোতে ভেসে গেল।
খড়কুটোর মত কত কিছু
চলে গেল।
অক্ষত রয়ে গেল
কেদারের মন্দির শুধু
বিশাল স্থান জুড়ে হয়ে গেল
ধূধূ আর ধূধূ।
