অন্য বসন্ত
অন্য বসন্ত
বসন্ত তার অস্তিত্বের হারাচ্ছে পরিচয়,
যে রঙই লাগাও গালে,রক্তই মনে হয়।
অন্যবসন্তে কোকিল শুধুই ডাকছেই নির্দয়।
প্রকৃতির মনে রঙিন খেলা,হারিয়ে যাবার ভয়।
আগে বসন্তে প্রাকৃতি নিজেকে সাজাতো নতুন সাজে,
এখন শুধুই পাড়ায় পাড়ায় কাঁপাতে থাকে ডিজে।
বকুল হারায় ফুলের গন্ধ,পলাশ হারায়ে রঙ
কিছু রঙে ফের ভাগাভাগি করে নেতারা সাজবে সং।
চারপাশেতে বাড়ছে শুধুই ভেজালের কারবারি,
বসন্ত নামে মদের বাহারে বাড়ছে দেখনদারি।
যা আমাদের হারায়ে যায়,তার গুরুত্ব বাড়ে,
এই বসন্ত হারাইছে পথ,অন্যবসন্ত দ্বারে।