STORYMIRROR

SUBHAM MONDAL

Abstract Fantasy Others

2  

SUBHAM MONDAL

Abstract Fantasy Others

অনুভূতি

অনুভূতি

1 min
115

মনটা কবেই মরে গেছে সেই কবে কোন দিন 

বেঁচে আছি শােধ করতে ভালবাসার ঋণ। 

পেয়েছিলাম ভালবাসা বুঝিনি তার মানে 

নিয়েছিলাম দিইনি কিছুই পাওয়ার প্রতিদানে। 

বােঝার মত বােধ ছিল না জানার মত মন সবার 

মাঝে সবার চেয়ে কে বেশি আপন। 

যা বলেছে ওরা সবই করেছি তাই আমি 

বুঝিনি তাে মন্দ ভালাে আসল নকল দামি। 

এত দিনে নিজের মনে বিচার করে দেখিনি 

আসল সােনা হারিয়ে গেছে যা পেয়েছি সে কি। 

জমার ঘরে শূন্য আমার খরচ সীমাহীন 

ধার নিয়ে ধার শােধ করে না বদলে গেছে দিন। 

ভরসা করি কারে বল ভাবি আপন জন 

মুছিয়ে দেব চোখের পাণি ঘুচিয়ে দেব ব্যথার গ্লানি;

ভরিয়ে দেব মন।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract