অচেনা মুখ।
অচেনা মুখ।


কত অচেনা মুখ
সময়ের সাথে হয়ে উঠে,
আমাদের জীবন এ প্রমুখ ।
স্নেহ আর নিজের খুশি মন দিয়ে
ভরিয়ে তুলে এই শুন্য বুক ।
কিছু অচেনা মুখ
ভালবাসতে জানে খুব ।
জীবনের এই বোঝাপড়া তে,
কত অচেনা মুখ
আপন করতে পারে খুব
আর কত চেনা মুখ,
সময়ের সাথে পালটে ফেলে নিজের রুপ।