আমার ডাইরি।
আমার ডাইরি।


তুমি আমার অবসরে,
খুঁজো না আমায় ওই নীল গগনে ।
চুপটি করে আমার প্রিয়,
সেই জানালার পাশে বসে থেকো
হাতে, আমার লেখা ছোট ডাইরি টী রেখো ।
ভালবেসে যদি দেখ, যাবে তোমার সব দুখ ভুলে
থাকবো আমি চিরন্তন, তোমার মনের মাঝে
কবিতা হয়ে ,পাবে আমার ছোঁয়া,
ওই ডাইরির লেখার আকে বাকে।
তুমি আমার অবসরে,
রেখো যত্ন করে আমার শেষ স্মৃতিটি কে ।