Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Sulata Das

Romance Others

3  

Sulata Das

Romance Others

অভিসার

অভিসার

1 min
242


     আজও আমি একা দাঁড়িয়ে 

পথের সেই প্রান্তে-

    যেখানে আমায় ছেড়ে গিয়েছিলে তুমি 

এক পাতাঝরা বসন্তে।


   আজও প্রহর গুণি তোমার অপেক্ষায়,

হয়তো পথ ভুলে আসবে তুমি 

    আমার মনের আঙিনায়।


হয়তো আজও একান্তে ভাবো   

   তুমি আমার কথা,

হয়তো একান্তে অনুভব করো 

    আমার মধুর পরশ,

হয়তো কোন দিন উপলব্ধি করবে 

    আমার এ নিবিড় নিঃস্বার্থ ভালবাসা,

    হয়তো কোনদিন বুঝবে 

তোমার বিরহ কাতর প্রেয়সীর 

   হৃদয়ের অব্যক্ত ব্যাথা। 


সেদিন আসবে ফিরে

    আমার মনের তীরে,

সেদিন কৃষ্ণচূড়ায় ধরবে রং

    লালে লাল হবে শিমুল-পলাশের বন,

কোকিল গেয়ে উঠবে মধুর সুরে,

     আমার মন নেচে উঠবে ভরা ফাগুনে। 

     আকাশের চাঁদ দেবে তার লাবণ্য ছড়িয়ে,

লক্ষ তারা হেসে উঠবে ঝিলমিলিয়ে,

     বাতাস আকুল হবে 

জুঁই-বেলির সুবাসে,

    বজ্র দামামা উঠবে বেজে,

কৃষ্ণচূড়া বিছিয়ে দেবে তার 

    রাঙা মখমলি চাদর,

প্রকৃতির কোলে রচিত হবে 

    আমাদের মিলন বাসর। 

পরম মিলন হবে দুটি তৃষিত হৃদয়ের,

   এক হবে দুই আত্মা-দুটি কায়া,

ত্রিলোক সাক্ষী রবে সেই স্বর্ণালী অভিসারের,

     সেই মিলন বুঝি হবে 

জন্ম-জন্মান্তরের। 


Rate this content
Log in