আত্নরচি
আত্নরচি
নিজেকে নিয়ে ব্যস্ত থাকা হয়ে যায় মাঝে মাঝে,
এঁকে চলি মন খুবি যে গোপন সকাল,বিকাল,সাঝে।
দুপুর বেলা ব্যস্ত রাখে জগৎ সংসার,
জীবনে যেসবে ব্যস্ত থাকার মূলত দরকার।
রাত এলেতো হয়ে যায় নিজে, নিজের জগৎ রানী,
অন্ধকারে শপ্ন বুনি জেগে, নিভিয়ে বাতি খানি।
যখন সবাই ঘুমের সাগরে হাবুডুবু খেলা করে,
তখন আমার সদ্য জাগা যেনো ঘুমভাঙ্গা কোনও ভোরে।
জোনাকি যখন দপ দপিয়ে উড়ে উড়ে যায়,
কখনো কখনো খেয়ালি মনে তাদের দিকে চায়।
হাত বাড়িয়ে চায় যে ছুতে, এক টুকরো আলো,
কেন যানি দেখতে তাদের, খুবই লাগে ভালো।
ঘুম রাজ্যে ডাক পড়লে, যায় হারিয়ে অজানায়,
ভেঙ্গে গেলে, ঝলমলে রোদ, থাকে দৃষ্টির সীমানায়।
নিত্যদিনের মতোই চলে, যতো যা চলার,
কোলাহলেও একাকিত্বের করে চলি আবিষ্কার।
