আরশী ছায়া
আরশী ছায়া


সে লোকটা,
পায়ে খোঁড়া, কানে কালা,
মনে তালা, .....!
সে লোকটা,
আগুন বোঝে,ছায়া বোঝে,
কিন্তু ফাগুন বোঝে না...!
সে লোকটার,
মাথার উপর ছাদের পাহাড়,
অথচ পাহাড় বোঝে না...!
সে লোকটা,
সুখের নেশায় স্বর্গ খোঁজে,
কিন্তু জীবন বোঝে না...!
সে লোকটা,
'আমি' হলেও হতে পারি,
কিন্তু 'তুমি' হতেই পারো না...!