আমি হারিয়ে যেতে চাই!
আমি হারিয়ে যেতে চাই!
আমি হারিয়ে যেতে চাই
যেথায় দূর নীলিমার
বিধু এসে বলবে হেসে
বন্ধু হতে চায়।
আমি হারিয়ে যেতে চাই
যেথায় সবুজ পাথারে
মিশে যাবো আমি
মিষ্টি উর্মিমালায়।
আমি হারিয়ে যেতে চাই
যেথায় জোনাকিরা সব
মশাল জ্বালিয়ে
খুঁজে ফিরবে আমায়।
আমি হারিয়ে যেতে চাই
যেথায় সারা বসুধা
পাড়ি দিবো আমি
প্রজাপতির ডানায়।
আমি হারিয়ে যেতে চাই
যেথায় মন খারাপে
ভেসে যাবো আমি
মিষ্টি ফুলের ভেলায়।
আমি হারিয়ে যেতে চাই
যেথায় কাজলা বিলে
হাত ছুঁইয়ে হারাবো আমি
বহুদূর অজানায়।
আমি হারিয়ে যেতে চাই
যেথায় মাঝি সেজে
কিনে দেবে কেউ
শালুকমেশা সুখের ঠায়।
আমি হারিয়ে যেতে চাই
যেথায় পৃথিবী আবার
শান্ত হবে,আমি
পাবো সেই তোমায়।
আমি হারিয়ে যেতে চাই
যেথায় তোমায় পেয়ে
কথারা সব লুকিয়ে পড়বে
একরাশ মুগ্ধতায়।
আমি হারিয়ে যেতে চাই
যেথায় আখিরাও থমকে যাবে
তোমার ঐ পাঞ্জাবির শুভ্রতায়।
আমি হারিয়ে যেতে চাই
যেথায় তুমি হবে
আমার ইহকালের
মানসিক শান্তির আশ্রয়।
অতঃপর পরকালেও
শুধু তোমায়ই পেতে চাই।
নিজেই বুঝতে পারলাম নাহ এটা কি হলো!🙄 আমার প্রকৃতি-প্রেম নিয়ে লিখতে চেয়েছিলাম কিন্তু শেষে তারমধ্যে আবার অন্য কোনো প্রেম ঢুকে পড়লো বোধহয়।😶
Writer By MD Baizid Mostafa

