।।আমার যাপন।।
।।আমার যাপন।।
যেমন করেই হোক
তোমার নামের সকল রাত্রি
যাপন করি রোজ ।
হয়তো তুমি আপন ভেলায়
ডুবসাতাঁরে স্রোতে ভাসো,
একটু আধটু ইচ্ছে করে
নৈবেদ্যতে ভালোবাসো !
সেই সেদিনের ট্রামের বিকেল
আজকে ভীষণ অবাঞ্ছিত
একলা বাসে পার করি ঘর
তোমার দোরে অযাচিত -
তবুও তোমার সকল সূর্য্য
আশীষ মেগেই ঘরে আনি,
ভাঙা দুপুর মেঘলা হলে
আশীর্বাদী বৃষ্টি জানি!
তোমার হয়তো ঘরে বর্ষা
বর্ষাতিতে ঠিক পারাপার
যেমন করেই দিই পাড়ি ঘর-
আমার তোমার সংসার !
সে সংসারে খুব বেশি ওই,
মেঘলা বিকেল আর ভ্যাপসা দুপুর,
একটু বেশির জো নেই যে-
তোমার কষ্ট, হলে বেশি রোদ্দুর !
তবুও তোমার মাথায় আঁচল
যেটুকখানি তাপ ঢাকে,
তোমার আমার প্রেমের মাঝে-
ছাদ খোলা ঘর উত্তাপ সেঁকে

