মুহুর্ত
মুহুর্ত
মুহূর্তরা বড্ড অভিমানী
তোমার জন্যে সমস্ত রৌদ্র মাপে,
বালুর প্রহর যতই শর্ত জমাক -
তবু ঝলসে-শীতে-ভিজে স্বপ্ন সেঁকে তাপে ;
মুহূর্তরা বড্ড অভিমানী
তার শরীর জুড়ে শেওলা পেছল দেহ ।
যতটুকু আঁকড়ে থাকতে পারো
জড়িয়ে তাকে সবটা বেঁচে নিও !
আজকে তুমি বিছানা সেঁকছো শীতের
কাল কে জানে ভিজবেনা সে রোদে?
কিংবা হয়তো চুপচুপে জল মেখে
আকাশ জোড়া কাজলে চক্ষু মুদে !
যতই তোমার পলক পড়ুক মেপে ,
ঠোঁটের ভাঁজে সবুজের খুনসুটি;
গালের ভাঁজে যতই মজুক বিকেল
টিপের দাগে ক্ষনের কলকাঠি !
মুহূর্তরা বড্ড অভিমানী
তোমার কাছে চাহিদা তার এটাই
এই'যে সে তোমার আঙুলে বাসছে,
এইতো' উধাও তোমার আঙ্গুল গলেই !।
মুহূর্তরা বড্ড বেশি অভিমানি
সবটা জুড়ে যত্নে তাকে রাখো ।
এই যে ক্ষণে হারাচ্ছে একে একে -
কাল কে না আর- তার শোকে মুখ ঢাকো !!

