আমার শিক্ষা অমর শিক্ষা
আমার শিক্ষা অমর শিক্ষা
সকালে উঠে হালকা খেয়ে দুপুরে ভূড়িভোজ
অদ্ভুত কিছু শিক্ষা পেয়ে শিক্ষিত হই রোজ।
পরাজিতের কাছে যুদ্ধে হারি, করি মাথানত
শিক্ষা তো মোদের ভিন্নরূপী, নয় যে পুঁথিগত।
শিক্ষার কথা মুখে বলি, আসলে শিক্ষাভাব
পরিবেশ থেকে পাওয়া শিক্ষায় হয় যে অনুতাপ।
ভাবছে রাখাল "মিথ্যে বলবো" বাঘ আসবে না আর
মিথ্যেবাদীর জয় হয় ক্রমে, যুধিষ্ঠির ছারখার।
শিক্ষার সাথে লিপ্ত সমাজ, পেয়েছে আজ গতি
গতিশীল মোরা জাবর কাটছি, ভয়াবহ পরিণতি।
এখন দেখি বাঘমামারা, মাঠে নেমে খায় ঘাস
ছাত্ররা নাকি পড়াশোনা করে, উইদ আউট সিলেবাস।
ষোলোটা মাস নষ্ট করেছি , অন্ধকারের নীচে
পাগলা ষাঁড়ে আসছে তেড়ে, ওই দেখ দাঁত খিঁচে।
গুঁতোলে ভাই সমস্যা হবে, পাবনা ভ্যাকসিন।
অনেকতো কৃপা করেছো দাদা, আর চাইনে ঋণ।
