STORYMIRROR

Salman Shraban

Romance Tragedy Fantasy

3  

Salman Shraban

Romance Tragedy Fantasy

আজকে রাতটি শুধু থেকে যাও

আজকে রাতটি শুধু থেকে যাও

1 min
12


আজকে রাতটি শুধু থেকে যাও, প্রিয়তমা

শুধু আজ রাত

চলে যেও খুব ভোরে,ছেড়ে দিও হাত

আমার ব্যথার 'পরে যে হাত তোমার রেখেছিলে;

আমার কানের কাছে যে গলায় ডেকেছিলে;

মোলায়েম স্বরে, শিরিষের ফুলের মতোন

আজকের পর - সে গলাকে রূঢ় করে নিও।


ছেড়ে যেও, ছেড়ে গেছে কত প্রিয়জন!

তুমি তবে সবচেয়ে বেশি প্রিয় ছিলে;

আজকে রাতটি শুধু দিলে

কী এমন হয়?


আজকে রাতটি শুধু থেকে যাও, প্রিয়তমা

শুধু আজ রাত

আমার হৃদয়ে থেকে দেখে যাও শুধু আর একটি প্রভাত

কেমন রাতের বেলা নিঃশ্বাস তুমিময় ধূমায়িত থাকে

আমার বুকের ফাঁকে

অজস্র তারার আলো জ্বলে আর নেভে


কেমন কঠিন কথা সারারাত ভেবে

ঘুমের আবেশহীন সারারাত কাটে!

মনখানা দুর্গম হিমালয়ে হাঁটে

নদী দেখে, সাগরে হারায়

সহসা তোমায় দেখে চমকে দাঁড়ায়

বুকের মাঝের হাড় ভেঙ্গে যায় যেনো!

জানো না কি কেন?


আজকে রাতটি শুধু থেকে যাও, প্রিয়তমা

শুধু আজ রাত।


Rate this content
Log in

Similar bengali poem from Romance