আগমন
আগমন
নিশীথ রাতের অন্ধকারে,
মোর কবিতা শোনাই কারে?
ঐ শোনা যায় নিশির পদধ্বনি।
ছন্দে বাঁধা আমার মন
আবার হয়তো ফিরে যায় কোন
অতীত অন্তরালে।
নিশীথ ছড়ায় তারায় তারায়
চন্দ্রাবতী আপন পথ মাড়ায়-
চলে যায় কোনো এক অচেনা সুদূর দেশে।
যেথা সুখ ও দুখ ঘোরে চাকায় চাকায়
অতীতের কাহিনী যতো ছড়ায় গাছের শাখায়,
পাখিরা তবু পাখা মেলে জানায়-
রাতের আগমনী।
সাথে সাথে হয় রাত,
দিনের শেষে তারারাই যুদ্ধ করে মাত!
আবার একবার সূর্য হয় কাত।
সময় চলে যায় তবু
থামাতে পারি নাই কভু,
এবার তারারাও হয় কাবু
দিবার রাজত্বে।
