আছেন এক রাজকুমারী
আছেন এক রাজকুমারী
আছেন এক রাজকুমারী 👸
যাঁর ভালোবাসার স্পর্শে ,
বৃষ্টির ফোঁটা থেকে মহাসাগর হয়ে যাবো
তাহাতেই শুরু হয়ে তাঁহাতেই মিশে রবো ।।
শোনো গো প্রিয়তমা, তুমি যাহা আমি তাহাতেই তৃপ্ত
রেগে যদি যাও বা করো যদি অভিমান... 🥀
শান্ত রাখব ; থাকবো আপনারই প্রতি আসক্ত
ও মুধবিলাসী কন্ঠে ভরা যে মুগ্ধতা ‐ যে আকাঙ্ক্ষা
তা শোনা লাগি মোর কান দুটি করে প্রতীক্ষা
রাজকুমারী আপনি হয়ে গেছেন আমার হৃদ-স্পন্দন
ওনয়নে সারাদিন দৃষ্টি রেখে দিলেও ভরবে না এই মন
সারাদিনের দৌড়-ঝাঁপ, সময়ের চোখ রাঙানি
অবসন্ন শরীর নিয়েও আপ্নার জন্য কবিতা লিখতে ভুলবনি
এ জনমেও আপনাকেই জড়িয়ে রাখতে চাই ‐ 'ভালোবাসার ছায়ায়'
বাকী ছয়টা জনমও জড়াতে চাই শুধু -
' আপনারই মায়ায় '👫 ...
__ শান্তনু হাজরা ( শুধুই আপনি...

