মন দেখতে চেয়েছি
মন দেখতে চেয়েছি
মন খুলে দেখতে পারলাম কই
মন খুলে তো কথা-ই বলেন নাই
এমন 'ভালবাসি', আশ্বাস দিলে
শুধু নিজে নয়, ঠকবা তো দুজনেই
ঠোঁটে-ঠোঁট দিয়ে দিবা-নিশি কথা বলি শুধুই
কিন্তু লুকিয়ে রাখতে পারেন হৃদয়ের সব কথাটাই
ওজীবনে আমার প্রয়োজন আছে কি,
তা জানতে চাই ?
সেইক্ষণ হবে আমার-আপ্নার দু-জনের একান্তই
যখন মনটা একে অপরকে দেখাবই
যিনি 'মন' দেখাতে দ্বিধা করেন ওই
'দেহ' তো আমি কখনোই ছুঁইতে বিন্দুমাত্র চাহি নাই
আপন যে তখনই মনে হবে 'নিজেকেই'
যখন ভালবাসি না বলেও ভালো রাখতে পারবো শুধু 'আপনাকেই' 👸

