STORYMIRROR

𝑀𝑟. 𝑆𝑎𝑛𝑡𝑎𝑛𝑢 𝐻𝑎𝑧𝑟𝑎 .

Romance

4  

𝑀𝑟. 𝑆𝑎𝑛𝑡𝑎𝑛𝑢 𝐻𝑎𝑧𝑟𝑎 .

Romance

মন দেখতে চেয়েছি

মন দেখতে চেয়েছি

1 min
402

মন খুলে দেখতে পারলাম কই  

মন খুলে তো কথা-ই বলেন নাই

এমন 'ভালবাসি', আশ্বাস দিলে

শুধু নিজে নয়, ঠকবা তো দুজনেই

ঠোঁটে-ঠোঁট দিয়ে দিবা-নিশি কথা বলি শুধুই 

কিন্তু লুকিয়ে রাখতে পারেন হৃদয়ের সব কথাটাই

ওজীবনে আমার প্রয়োজন আছে কি,

তা জানতে চাই ?

সেইক্ষণ হবে আমার-আপ্নার দু-জনের একান্তই

 যখন মনটা একে অপরকে দেখাবই 

যিনি 'মন' দেখাতে দ্বিধা করেন ওই

'দেহ' তো আমি কখনোই ছুঁইতে বিন্দুমাত্র চাহি নাই 

আপন যে তখনই মনে হবে 'নিজেকেই'

যখন ভালবাসি না বলেও ভালো রাখতে পারবো শুধু 'আপনাকেই' 👸


Rate this content
Log in

Similar bengali poem from Romance