STORYMIRROR

Dalia Wadhwa

Abstract Tragedy

3.9  

Dalia Wadhwa

Abstract Tragedy

আবার যদি

আবার যদি

1 min
230


আবার যদি দেখা হয় 

এক কাঠফাটা দুপুরে কোন রাস্তার মাঝে,

 এগিয়ে এসে একগাল হেসে 

তুই কি আমাকে ডাকবি আমায় পরিচিত সেই ডাকে ?

নাকি চলে যাবি পাশ কাটিয়ে না দেখার ভান করে।


আবার যদি দেখা হয়

এক মেঘলা দিনে কোন নির্জন সমুদ্র সৈকতে

তুই কি আমার ঠোঁটে এঁকে দিবি তোর বিষ চুম্বন ?

দগদগে ঘা উপহার দিবি আমার ওষ্ঠ জুড়ে ? 

নাকি মুখ ফিরিয়ে নিবে অপরিচিতের মতন।



আবার যদি দেখা হয়

এক উদাসী বিকেলে কোন অচেনা গলির বাঁকে

তুই কি আমার দিকে সেই পুরনো চোখে তাকাবি ?

দেখবি আমায় দুচোখ ভরে মায়ার বাঁধনে জড়িয়ে ?

নাকি চোখ নামিয়ে মুখ ঢাকবি মুখোশের আড়ালে

<

p>মীরজাফরের ছুরির আঘাতে বিদীর্ণ করে দিবি আমার দেহ মন।



আবার যদি দেখা হয়

এক জ্যোৎস্না ঝরানো রাতে কোন হালকা আলোয় ভেজা ঘরে

তুই কি কাছে টানবি আমায় বিভোর ভালোবাসার নেশায় ? 

ভেসে যাবি সেই স্রোতে?

নাকি বিবেকহীন কলুষিত মনে করে যাবি মিথ্যা প্রতিশ্রুতির অভিনয় ।



আবার যদি দেখা হয়

এক সোনালী বিকেলে কোন অজানা পল্লীতে

ফিরে পেতে চাইবি সেই সময় যা গিয়েছে হারিয়ে ?

দেখাতে চাইবি সেই মিথ্যা প্রেম যা তলিয়ে গেছে সময়ের অঝর নীলে 

সীমাহীন অন্তরালে ?

নাকি হেঁটে চলবি বেদুইন এর মতন সেই তপ্ত বালুচরে

যেখান থেকে দুজনার পথ গেছে দুধারে

চিরতরে.........




Rate this content
Log in

Similar bengali poem from Abstract