STORYMIRROR

Dalia Wadhwa

Abstract Tragedy

3  

Dalia Wadhwa

Abstract Tragedy

আবার যদি

আবার যদি

1 min
200

আবার যদি দেখা হয় 

এক কাঠফাটা দুপুরে কোন রাস্তার মাঝে,

 এগিয়ে এসে একগাল হেসে 

তুই কি আমাকে ডাকবি আমায় পরিচিত সেই ডাকে ?

নাকি চলে যাবি পাশ কাটিয়ে না দেখার ভান করে।


আবার যদি দেখা হয়

এক মেঘলা দিনে কোন নির্জন সমুদ্র সৈকতে

তুই কি আমার ঠোঁটে এঁকে দিবি তোর বিষ চুম্বন ?

দগদগে ঘা উপহার দিবি আমার ওষ্ঠ জুড়ে ? 

নাকি মুখ ফিরিয়ে নিবে অপরিচিতের মতন।



আবার যদি দেখা হয়

এক উদাসী বিকেলে কোন অচেনা গলির বাঁকে

তুই কি আমার দিকে সেই পুরনো চোখে তাকাবি ?

দেখবি আমায় দুচোখ ভরে মায়ার বাঁধনে জড়িয়ে ?

নাকি চোখ নামিয়ে মুখ ঢাকবি মুখোশের আড়ালে

মীরজাফরের ছুরির আঘাতে বিদীর্ণ করে দিবি আমার দেহ মন।



আবার যদি দেখা হয়

এক জ্যোৎস্না ঝরানো রাতে কোন হালকা আলোয় ভেজা ঘরে

তুই কি কাছে টানবি আমায় বিভোর ভালোবাসার নেশায় ? 

ভেসে যাবি সেই স্রোতে?

নাকি বিবেকহীন কলুষিত মনে করে যাবি মিথ্যা প্রতিশ্রুতির অভিনয় ।



আবার যদি দেখা হয়

এক সোনালী বিকেলে কোন অজানা পল্লীতে

ফিরে পেতে চাইবি সেই সময় যা গিয়েছে হারিয়ে ?

দেখাতে চাইবি সেই মিথ্যা প্রেম যা তলিয়ে গেছে সময়ের অঝর নীলে 

সীমাহীন অন্তরালে ?

নাকি হেঁটে চলবি বেদুইন এর মতন সেই তপ্ত বালুচরে

যেখান থেকে দুজনার পথ গেছে দুধারে

চিরতরে.........




Rate this content
Log in

Similar bengali poem from Abstract