তারপর বিকৃতি
তারপর বিকৃতি


-“তুমি কিছু বলতে চাও?”
-“ইয়োর ওনার, এই চার জন কে খুন আমিই করেছি।আপনারা আমায় সিরিয়াল কিলার তকমা দিয়ে নিউজ চ্যানেল গুলোর টি আর পি বাড়াতে চাইলে বা জুভেনাইল কারেকশন হোম-এ পাঠালেও কোনো আপত্তি নেই, শুধু মাম্মামের এই ভাড়াটে লইয়ার কে থামতে বলুন।"
ভীষণ স্পষ্টভাবে বলল, মুক্ত, বয়স ১৬।
১৯ ফেব্রুয়ারি, ১৯৯৪ সিঙ্গল মাদার সোনালী'র মাতৃক্রোড় আলোকিত করে পৃথিবীতে এসেছিল মুক্ত, সাথে 'বাবা' নামক কোনো এক অজানা, না পাওয়া সম্পর্কের প্রতি চরম ঘেন্না, বিদ্বেষ, চাপা যন্ত্রনা, তারপর বিকৃতি।