প্রিয় বন্ধু
প্রিয় বন্ধু


—তোর কাছে এখনও সেই ক্যাসেট টা আছে?
—প্রিয় বন্ধু!
—হ্যাঁ।
— দিব্যি আছে। সেই হলদে কভার ইলাস্ট্রেশন।
—মনে আছে অর্ণব আর আসমা চৌধুরীকে?
—কেমন করে ভুলব বল। ভালোবাসা মানে এলোচুল মাতোয়ারা।
—আজও মাতোয়ারা আমি!
—ইস!আমার আর লম্বা চুলই নেই।
—তবুও তোর চুলের গন্ধ আমি পাই। তোর গায়ের গন্ধটাও তো তোলা অাছে!
—চুরি করেছিলি বুঝি?
— সেই বইটা “খেলা যখন” তুই কিনে দিয়েছিলি বইমেলা থেকে,সেই বইটায় এখনও তোর গন্ধ পাই।
—ধুলো পড়ে নি?
—সব ঝুল,ধুলো ঝেড়ে দেই নিয়মিত,যাতে গন্ধটা অটুট থাকে।
—গন্ধ বিচার থামা। আজও মিথ্যে কথা বলিস।
— সেই কেমিস্ট্রির নোটসবুকটা আজও আছে। ওর শেষ পাতায় নির্দয় চেন রিয়াকশানের মেকানিজম লেখা ছিল। ওটা কখনও বুঝতেই পারলাম না। কেন বল তো?
—সে তুই ফাঁকিবাজ বলে। নইলে আমি আইআইটি ক্র্যাক করলাম আর তুই সেই কর্পোরেটে বেচু বাবু!
—আর খাতার কোনায় যে তোর লিপস্টিক মার্কটা!সেটার কোন দোষ নেই বলছিস?
—অসভ্য কোথাকার!প্রেম করবে একজনের সাথে আর আবদার করবে অন্যকে।
—তুই তো না বলতিস না। আমিও তার তোর খাওয়া চকলেটের রাংতা, তোর লিপস্টিক মার্ক সব কিছুই গুছিয়ে রেখেছি।
—তবু আমার সাথে এলি না। লেংগি খেলি। গার্ল ফ্রেন্ড ডিচ করল। আর আমি এতবার বললাম আয় আমার সাথে বার্লিনে।
—কি পরিচয়ে যেতাম?
—জানি না!
—বন্ধুত্বটা নষ্ট হয়ে যেত।
—তুই আমায় বন্ধু ভাবিস নি কোনদিন। ওই মেয়েটাই তোর সবছিল।
—তাহলে প্রিয়বন্ধুর ক্যাসেট কি ভুল?
—জানিস আমার হাসব্যান্ড আগে ওটা শোনেই নি। এখন আইপডে ডাউনলোড করেছে।
—আমার ল্যাপটপেও আছে। তবে আমি আর শুনি না।
—আসছে শনিবার এয়ারপোর্টে আসবি?
—ফিরছিস বুঝি,ছুটিতে?
—এক্কেবারে ছুটি।
—তোর রিসার্চ শেষ?
—নট ফিনিসড। কিন্তু ক্লোজড চ্যাপটার।
—সেই পাগলামোটা এখনও বয়ে বেড়াচ্ছিস!
—আমায় দেখতে ইচ্ছে করছে না তোর?
—আমার প্রিয় বন্ধুর ওই গানটা মনে পড়ছে “তুমি এস আমার শহরে একবার”।
—আমার মনে হচ্ছে “ ছাদে রাখা টবের সারিরা গাছ হয়ে উঠে না কেন?”।
—তোর হোয়াটস্যাপ ডিপিটা খুব সুন্দর।
—ওটা আগের সামারে। আমরা টুরে গেছিলাম গ্রীস। সেখানেই তোলা।
******************************************
—ফ্লাইট তো অনেকক্ষন ল্যান্ড করে গেছে। তুই কোথায়।
—তুই কোথায়?
—আমি গেটে ওয়েট করছি।
—তুই চলে যা।
—মানে তুই কি আসতে পারিস নি?
—না,এসেছি। তোকে দেখেওছি। পিচ রঙের টি শার্টে তোকে দারুন লাগছিল। সানগ্লাসটাও সুন্দর।
—কি পাগলামো এসব ? তুই কোথায় ?
—আমি ক্যাবে। সোজা দেশের বাড়ি যাচ্ছি। তুই ভালো থাকিস। আমাদের দেখা না হওয়াই ভালো। আমি তোর চোখে সুন্দরই থাকতে চাই।
—আমি শুধু তোকে রিসিভ করবো বলে সবকিছু ফেলে এসেছি। প্লিজ একবার দেখা করে যা।
—তোকে আমি একটা ছবি পাঠাচ্ছি।
******************************************
—এটা কার ছবি?
—আমার।
—বিভৎস। কি করে হল?
— ল্যাবে এক্সপ্লোশান।
******************************************
আজ হোক না রঙ ফ্যাকাসে
তোমার আমার আকাশে।
চাঁদের হাসি হোকনা যতই ক্লান্ত,
বৃষ্টি নামুক নাই বা নামুক,
চাঁদ উঠুক নাই বা উঠুক,
ফুল ফুটুক নাই বা বা ফুটুক
আজ বসন্ত।