STORYMIRROR

Rimita(আরনি) Chakraborty

Drama Crime Thriller

3  

Rimita(আরনি) Chakraborty

Drama Crime Thriller

পর্দার আড়ালে পর্ব ২

পর্দার আড়ালে পর্ব ২

2 mins
351

মম: "কিরে শান আজ এত তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এলি"?

শান: (জামার হাতা ঠিক করতে করতে সিঁড়ি দিয়ে নামছে)আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে মম। একটু তাড়াতাড়ি যেতে হবে।

মম: "উফফ এই তোর হয়েছে এক সারাদিন কাজ ছাড়া আর কিছু বুঝিস না। শুধু নার্সিংহোম, বাড়ি মিটিং, অপারেশন এই করেই তোর দিন চলে গেলো। সাধে সাধে কি লোকের এরকম মেজাজ হয়ে, এরকম করলে তো হবেই"।

শান: মম তোমার প্রতিদিন এক কথা, তোমার দাবি টা কি? আমি বা জিজ্ঞেস করছি কেন,সেই তো এক ঘুরে ফিরে বিয়ের কথা বলবে আর আমার মাথাটা গরম হয়ে যাবে।

মম: হ্যাঁ তোর তো মাথা গরম হবেই আমি বিয়ের কথা বললে, (চোখ টা ছলছল করে উঠলো) আর কত জীবন এরকম একা থাকবি তুই?ফেলে আসা স্মৃতি আঁকড়ে....আমি তো তোর মা আমার এরকম ভাবে তোকে দেখতে ভালো লাগে না, সেটা তুই কোনোদিন কি বুঝবি না?

শান: মম তুমি আবার এক কথা তুলছো? প্লিজ মম আজ একটা ইম্পরট্যান্ট মিটিং আছে নিউ joing আছে আজ নার্সিংহোমে, আমার মুড টা তুমি অফ করিয়ে দিও না।

** শানের মা আর কোনো কথা না বলে ব্রেকফাস্ট দিয়ে দিলো**

শান: গুডমর্নিং বাপি।(সিঁড়ি দিয়ে বাবাকে নামতে দেখে)

বাপি: গুডমর্নিং বেটা। তুমি কি এখনই নার্সিংহোম যাচ্ছ?

শান: হ্যাঁ বাপি, আজ তো সব নিউ জয়েনিং এর কথা আছে। যারা ইন্টারভিউ ক্র্যাক করতে পেরেছিলো আজ থেকেই তাঁদের জয়েনিং ডেট দিয়েছি। তাই নিয়ে একটু মিটিং আছে।

বাপি: ওকে ঠিক আছে তুমি যাও দেখো ওই দিক টা আমি বেলার দিকে যাচ্ছি।

শান: ওকে বাপি চিন্তা করো না। আমি আসছি (বলে নার্সিংহোমের জন্যে বেরিয়ে গেলো)

**এতক্ষন যাদের কথা বলতে শুনলে একজন হলো মধুশ্রী দেবী আরেকজন অনিকেত বাবু... ব্যানার্জী ইন্ডাস্ট্রি আর ইউনাইট নার্সিংহোমের নির্মাতা এবং তার স্ত্রী। আর ইশান হচ্ছে তাঁদের একমাত্র ছেলে মানে ওনাদের শান এবং পেশায় একজন নিউরো সার্জন ওয়ার্ল্ডএর ডাক্তারদের মধ্য দ্বিতীয় স্থানে যার নাম থাকে। এই হলো আমাদের নায়কের পরিবার **

**********************************************

জিনির বাড়ি :

(সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে নামতে )বৌদি ভাই তাড়াতাড়ি breakfast দাও লেট হয়ে যাবো নাহলে।

সৃজা: হ্যাঁ হ্যাঁ এই নাও, এতক্ষনে মহারানীর সব খেয়াল পড়লো। তাড়াতাড়ি করো।

জিনি: দিদিয়া চল।

(ব্রেকফাস্ট করে জিনি আর ওর দিদিয়া নার্সিংহোমেএর জন্যে বেরিয়ে গেলো।)

**********************************************

আগুন্তুক: "স্যার মেয়ে টা বের হচ্ছে, কথায় যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু কাঁধে ব্যাগ আছে"।

স্যার: একা যাচ্ছে?

আগুন্তুক: না আরেকটা মেয়েও আছে ব্যাগ কাঁধে দুজনে scooty তে। আজি কি...

স্যার: shut up....একদম না, যতক্ষণ আমি কিছু না বলবো ততক্ষন কিছু করবি না। ততদিন শুধু ফলো কর আর বাড়ির উপর নজর রাখ।

(বলেই টু টু টু করে ফোন টা কেটে গেলো.....)

চলবে...


Rate this content
Log in

Similar bengali story from Drama