STORYMIRROR

Sipra Debnath

Romance Tragedy

2  

Sipra Debnath

Romance Tragedy

নিমাইয়ের সংসার- (পর্ব-৭)

নিমাইয়ের সংসার- (পর্ব-৭)

2 mins
109


   রাইত পোহাইত হান্ডি বেলেগ। বৌএর বাপ বড়োলোক।ব্যাবাক ব্যবস্থা হাক্কা,বাড়ি হুদ্দা ব্যকগুন থ'।কোনোগার মুখে কোনো রা' নাই। বাড়ির পরিবেশ থমথম।

   

    নতুন বৌ নিজের ঘরে ছোড হান্ডিত ভাত চড়াইছে দুইজনের লাই। নমিতা বাড়ির পরিবেশ হালকা কইরবার চেষ্টা করের।মা'র মনের অবস্হা ঠিক কইরতে ডাক দিতে মা মা ও মা এদিগ আইও শিগগির, চাই য রান্দা ঘরের মুই,কি রান্দা হইবো আইজ্জা দেখাই দি য।মা মুখে কিচ্ছু ক'না। চেহারাত মেঘ কইরছে।বেডির হা'র তলাত মাডি নাই।দুই'হা অসার হৈ আইয়ে। নমিতা মা'রে ব্যস্ত    রাইখত বুলি চেষ্টা করের। ভূপেন আর নিরঞ্জন মন বেজার করি কামরাঙ্গা গাছের তলে বই থা।কালু ছোড পোলাপাইন,হিয় এগুন কিছু বুজে না।অইন্য বাইচ্চার গো লগে হিয় খেইলত ব্যস্ত।


 ভূপেনের মাথাত হাত, হিয় ভালা করি জানে সংসারের ব্যবাক চাপ ঐন্যা হেতার ঘারে চাইপতে চৈলছে।চিন্তাত মাথা ঘুইরত শুরু কইচ্ছে। বেডির কষ্টের অন্ত হৈতনো কোনোদিন এরুম মনে হ বেডির।চোখের তুন আমনে আমনে জলের ধার নামি আইয়ে।কিছুদিন কাডিযা'র এ্যামনে করি।

 

 ভূপেন ঐনকা হ্যাতার দাদার লগে আর কাম কইরতে যা'না।ঐনকা ঐন্য কামলারগো লগে বিয়ান হইলে কামলা দিত যা। নমিতা আবর হউর বাড়ী চলি যাগৈ চোখের জলে মা'রে বিদাই দি।সংসারে যেন কোনানতুন এত্ত দূঃক্ক হাডি আইয়ে বেডি ঠাওর কৈরত হারে না।

 

   হেদিক দি নতুন বৌ এর বেশ মস্তিত দিন কাইটত আছে।ছোড দেবর কালুর লগেদি খুব ভাব জমি উইঠছে বৌদি'র।কালুর অইন্যা সুদিন।দেবর আর বৌদি দুই জনের হাসি খেলি খাই দাই আনন্দে দিন যা। কালুরে নিজের পেডের হোলার মোতন খুব ভালা পা‌।কালুও বোদিরে  বহুত ভালা পা। দাদা বোদির ঘর অইন্যা কালুর ঘর।

 

     নিরু আর ইস্কুল যা না। বাজারে এক গালামালের দোকানে মাসে তিনশ টিয়ার বেতনে কাম ধইরছে। হ্যাতেও বিয়ানে ঘুমেরতুন উডি ভাত দু'গা খাই কাম কইরত চলি যা।ঘরে হেই বেডি অইন্যা একদম এ্যকলা। কোনান দি যেন কি ঘইটতে  আছে বেডির মাথাত ধরে না। কত আকাশ হাতাল ভাবনা আই বেডির মাথা ঘুইরত লাগের।



Rate this content
Log in

Similar bengali story from Romance