Samir Das

Drama Action Classics

3  

Samir Das

Drama Action Classics

মরণ

মরণ

1 min
716


আহা মরণ কী অপূর্ব তোমার স্বাদ

কী অদ্ভুত তোমার আচরণ, কী নিষ্ঠুর তোমার আহ্লাদ

পথ ভোলা পথিকেরও তুমি করো না ক্ষমা, সাবাস!

তার গায়েও পরিয়ে দাও তোমার সূক্ষ্য অন্তর্বাস

আহা মরণ, কি সুন্দর তুমি, কি অপূর্ব তোমার সুবাস!

কত বড়ই না তোমার বিস্তার, চতুর্দিক ছড়িয়েছো ডানা

কোথায় যায় তবে, কোথায় তোমার শেষ সীমানা?

রহস্যময় তুমি! পথ ভূলেও খুঁজে নাও তোমার ঠিকানা।

আহা মরণ, কত গভীর তুমি, কত বড়ই না তোমার আস্তানা!

কী শীতল তোমার ছোঁয়া, কী অদ্ভুত তোমার রূপ

তোমার নাম বিচ্ছেদ, তোমার মহিমা কি অপরূপ

দুই কালের পারাপার তুমি। তুমিই সুখ। তুমিই বড় দুঃখ।

আহা মরণ, কত শান্ত তুমি, কত রকম তোমার মুখ!

হে মরণ তুমি নীরবতা, তুমি নিশ্চুপ, তুমি শূণ্য

তুমি চির আকাঙ্খিত, তুমি চির সত্য, তুমি গণ্য

তুমি কান্না, তুমি স্মৃতি, তুমি সুন্দর, তুমি নিশ্চিহ্ন

তুমি চির শান্তি, তুমি অমর, তুমি ধন্য, তুমি ধন্য।


Rate this content
Log in

Similar bengali story from Drama