Koushani Paul

Romance Tragedy Thriller

3.1  

Koushani Paul

Romance Tragedy Thriller

জানি দেখা হবে ( পর্ব ১ )

জানি দেখা হবে ( পর্ব ১ )

4 mins
445


একটা ২৫ বছরের ছেলে আরেকটা ২০ বছরের মেয়ে কানামাছি খেলছে

- কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছোঁ   

কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছোঁ

- শুভ তুমি কোথায় ?? 

- এ বাবা পারেনা , পায়েল আমায় ধরতে পারেন এ বাবা

- ধুর !! এই বলে ও চোখের রুমাল টা সরিয়ে দেয়

এরপর দুজনেই হাসতে থাকে

হঠাৎ একটা গুলি এসে পায়েলের গায়ে লাগে 

পায়েল !!!

তারপরের গুলিটা শুভর গায়ে লাগে

- শুভ !!!

তারপর ওরা হাত ধরে মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়।

আর এই পুরো ঘটনা টা দূরে দাড়িয়ে একটা বছর ২০ র যুবতী মুখে ক্রুর হাসি নিয়ে দেখে আর বলে - তোর খুব অহংকার ছিলো না পায়েল । সব ভালো জিনিস পৃথিবীতে তোর কাছে আছে । এটা তো হতে পারে না। শুভ আমার best friend জেনেও uncle তোর সাথে ওর বিয়ে ঠিক করলো । তোর সাথে শুভর বিয়ে হলে ও আমার সাথে আর আগের মতো কথা বলবে না , ঘুরতেও নিয়ে যাবে না । এমনিতেই সেদিন তোর সাথে খারাপ ব্যবহার করেছি বলে আমাকে যা নয় তাই বললো , তার revenge নিতে হবে না আর তাছাড়া যদি আমি তোকে একা মারতাম তাহলে শুভ আমাকে সন্দেহ করতো । তাই তোদের দুজনকেই পৃথিবী থেকে সরিয়ে দিলাম । হা হা হা হা হা হা হা

              ২৫ বছর পর

- Mom , mom খেতে দিতে বলো

একটা বছর ২৩ এর যুবক সিড়ি দিয়ে নামলো 

একজন ৫৭ বছরের ভদ্রমহিলা - বলছি বেটা । ( চিৎকার করে ) মালতী , মালতী তাড়াতাড়ি ছোটো বাবুকে breakfast দাও ।

এরপর মালতী breakfast দিয়ে গেলো

- এতক্ষণ লাগে breakfast দিতে

একজন ষাটোর্ধ্ব ভদ্রলোক - আঃ রাগিণী , ওরা তো করছে 

আশা করি বুঝতে ওই ভদ্রমহিলার নাম রাগিণী দেবী - দেবাশীষ তুমি চুপ করো , সব বিষয়ে কথা বলো না

একজন ৫৫ বছরের ভদ্রমহিলা - দিদিভাই , তুমিও একেবারে breakfast করে নাও না 

রাগিণী দেবী - তুমি এই বাড়ির নিয়ম জানোনা শ্রীপর্ণা ? তুমি জানো না এই বাড়িতে সবাই একসাথে breakfast করে ? ঠাকুরপো কোথায় ?

শ্রীপর্ণা দেবী - দিদিভাই ও তো স্নান করছে । এক্ষুনি চলে আসবে 

৫৬ বছর বয়সী দেবমাল্য। বাবু অর্থাৎ শ্রীপর্ণা দেবীর স্বামী ( একটু জোড়ে ) - আমি চলে এসেছি ( তারপর রাগিণী দেবীর দিকে তাকিয়ে ) মা.. নে আমি চ..লে এ...সছি । এই শ্রী আমায় breakfast দাও

হঠাৎ আরেকজন ৫৫ বছর বয়সী ভদ্রলোক এসে - দিদি , তুমি যে কাজ গুলো দিয়েছিলে সেগুলো হয়ে গেছে আর আজ কিন্তু চ্যাটার্জী industry র সাথে একটা মিটিং আছে

রাগিণী দেবী - ঠিক আছে , তুমি breakfast করতে বসো অমিত , খাওয়া হয়ে গেলে study তে এসো 

অমিতবাবু - ঠিক আছে দিদি । এই সৃজিতা আমায় Breakfast টা দিয়ে দাও 

রাগিণী দেবী - লাবণ্য , অনামিকা কোথায় ? ওর কি breakfast করার ইচ্ছে নেই ?

লাবণ্য দেবী - নানা বৌদি , আসলে ও এখনো ঘুম থেকে ওঠেনি 

রাগিণী দেবী - What !! তোমাকে আর কতবার বলতে হবে ওকে তাড়াতাড়ি ওঠানোর জন্য । পড়াশোনা কি ছেড়ে দেওয়ার সখ হয়েছে

লাবণ্য দেবী অববিমান করেন।

দেবাশীষ বাবু - রাগিণী , অনু তো ছোটো 

রাগিণী দেবী রেগে যান

এরপর ওরা breakfast করতে বসলো। 

চলুন পরিচয় করিয়ে দিই নায়কের সাথে 

এক্ষুনি যে ছেলেটা breakfast চাইলো সে হচ্ছে আমাদের নায়ক - ঋষি রায় চৌধুরী 

বাবা - দেবাশীষ রায় চৌধুরী , একজন প্রকৃত ভদ্রলোক ও রায় চৌধুরী creation এর নামমাত্র মালিক

মা - রাগিণী রায় চৌধুরী , রায় চৌধুরী বাড়ির গৃহকর্ত্রী , রায় চৌধুরী creation এর ডিরেক্টর আর বাকি পরিচয় গল্পে পাবেন

বোন - তিতিয়া রায় চৌধুরী যে এখন বাড়িতে নেই , London এ আছে

মামা - অমিত সেন 

মামী - সৃজিতা সেন

পিসি - লাবণ্য বাসু

পিসির মেয়ে - অনামিকা বাসু

কাকা - দেবমাল্য রায় চৌধুরী

কাকিমা - শ্রীপর্ণা রায় চৌধুরী 

ঋষির কাকা কাকিমার একমাত্র মেয়ে আনোভী যে কিনা তার জেম্মার কথা মতো হোস্টেলে থাকে

চলুন ওদিকে দেখি আমাদের নায়িকা কি করছে ।

Mrs চ্যাটার্জী - মেঘা উঠে পর , অনেক বেলা হয়ে গেছে

মেঘ - উঠছি মাম্মা আর দু মিনিট 

Mrs চ্যাটার্জী - দু মিনিট করতে করতে এক ঘন্টা হয়ে গেলো । এবার না উঠলে কিন্তু পাপা তোকে ফেলেই office চলে যাবে ।

মেঘা একলাফে উঠে বসে - হ্যা তাইতো , আমি তো আজ প্রথমবার office এ যাবো । নানা ওঠে পড়ি

একটা ১৯ বছর বয়সী মেয়ে ঘরে ঢুকে - দিভাই , মাম্মা পাপা কিন্তু খুব তাড়াহুড়ো করছে । তাড়াতাড়ি যাও

একটা ২৩ বছরের ছেলে - আরে অনু , মেঘের তো ১৮ মাসে বছর

মেঘা - দাদাভাই !!!

Mrs চ্যাটার্জী - অনি আমি কিন্তু রেগে যাচ্ছি

নীচ থেকে একজন ভদ্রলোক ডাক দিলেন - মেঘা , মেঘা মা তাড়াতাড়ি fresh হয়ে breakfast করে নাও । আমাদের কিন্তু কিছুক্ষণ পরেই বেরোতে হবে

মেঘা - আসছি পাপা । মাম্মা , পৃথু মনে হয় অনেক্ষণ ধরে ফোন করছে । তুমি একটু রিসিভ করে কথা বলে নিও

চলুন পরিচয় করিয়ে দিই ।

আমাদের গল্পের নায়িকা - মেঘাশ্রী চ্যাটার্জী

বাবা - গৌতম চ্যাটার্জী 

মা - অনুরাধা চ্যাটার্জী

বোন - অনুশ্রী চ্যাটার্জী

দাদা - অনির্বাণ চ্যাটার্জী

মেঘার কাকা কাকিমা ও ঠাকুমা এখানে থাকে না , ওদের দেশের বাড়িতে থাকে । 


                            চলবে .........  


Rate this content
Log in

Similar bengali story from Romance