এক টুকরো অতীত
এক টুকরো অতীত
দীর্ঘ দশ বছর পর হঠাৎ আবার দেখা। বড্ড বিধ্বস্ত দেখাচ্ছে রনিতকে। সেদিন ও খুব বৃষ্টি পড়ছিল আর আজ ও সেই মুসল ধারে বৃষ্টি হচ্ছে। পার্থক্য শুধু একটাই, সেদিন মেঘলা ছিল নিঃসঙ্গ আর আজ তার হাতটা শক্ত করে ধরে আছে তার ছোট্ট রোদ্দুর সোনা। হ্যাঁ রোদ্দুর শুধু মেঘলার একার, সেই দশ বছর আগে থেকেই, যেদিন তার মা বাধ্য হয়েছিল ছোট্ট সোনাকে গর্ভে নিয়ে সংসার ত্যাগ করতে। সেদিনের ঝড়ে মেঘলার জীবনে গুড়িয়ে যাওয়া টুকরোগুলোকে রোদ্দুরই তো আবার নতুন করে আকার দিয়েছে। এক ফসলা বৃষ্টির পর সোনালী রোদের কিরণই তো তার রোদ্দুর।