এক প্রিয়তমার স্বীকারোক্তি #3
এক প্রিয়তমার স্বীকারোক্তি #3


আচ্ছা প্রিয়তম,
সেদিন দেখেছি তোমায় গোলাপের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াতে... তৃষ্ণার্ত চোখে কাকে যেন খুঁজছিলে।
এবার তুমি জিজ্ঞেস করবে যে আমি তোমায় দেখলামই যদি তবে তোমার কাছে এসে তোমাকে আলিঙ্গন করে তোমার নরম ঠোঁটের উষ্ণ চুম্বন দাবি করলাম না কেন।
বেশ...
তা আমি যদি বলি যে তুমি আমায় দেখলেও চিনতে পারবে না ভয়ে আমি তোমার কাছে যাইনি? মানতে পারবে?
আর আমি যদি বলি আমি জানি তুমি অন্য কাউকে খুঁজছিলে সেদিন? স্বীকার করবে?
এজীবন বড়োই জটিল, বুঝলে হে প্রিয়তম?
এখনও সময় হয়নি...
ইতি,
তোমার হারিয়ে যাওয়া প্রিয়তমা।