এক প্রিয়তমার স্বীকারোক্তি #1
এক প্রিয়তমার স্বীকারোক্তি #1
ও প্রিয়তম,
জানোতো, তোমাকে যত দেখি, তোমার যত কথা শুনি, আমার কেবলই মনে হয় তোমাকে আমি আগে কোথায় যেন দেখেছি।
শুধু দেখেছি বললে ভুল হবে।
তোমার সাথে সমুদ্রপারে বসে রাতের অন্ধকারে তারা গুনেছি, তোমার সাথে পাহাড়ের কোলে বসে নদীর কলকল শব্দে গা ভাসিয়েছি, আর তোমার বুকে মাথা রেখে তোমার হৃৎপিণ্ডের ছন্দে ঘুমিয়ে পড়েছি। গল্প করেছি, না জানি কত দেশ বিদেশের রূপকথা আর বিশ্বব্রহ্মাণ্ডের চুপকথা।
আচ্ছা তোমারও কি আমার কথা মনে পড়ে?
ইতি,
তোমার অন্য জীবনের প্রিয়তমা।