এক প্রিয়তমার স্বীকারোক্তি #2
এক প্রিয়তমার স্বীকারোক্তি #2
শোনো প্রিয়তম,
এই যে তুমি এতগুলো বছর ধরে, তোমার হেফাজতে রেখে যাওয়া আমার ওই ছোট্ট অংশটা, যত্ন করে তোমার বুকের মধ্যে লুকিয়ে রেখেছো... বলি, সেইটা যে আমায় বারে বারে ঘরে ফিরতে বলছে! কি করি বলতো...
মানে তুমি হলে গিয়ে কোন আকাশে বসে থাকা ধ্রুবতারা আমি মাটিতে হেঁটে বেড়ানো এক অচেনা জীব। ঘরে আমি ফিরতে চাইলেই তো আর পারবোনা!
তাই, অমন করে ডেকো না গো... বড্ড কষ্ট হয়।
আমি কথা দিচ্ছি তো... আমি ঠিক আসবো। তোমার কাছে না ফিরলে আর যাবোই বা কোথায়?
ইতি,
তোমার এজীবনের যাযাবর প্রিয়তমা।