“Dear Diary”
“Dear Diary”

1 min

289
প্রথম দিন:
ঘোষণা শোনার পর ভাবলাম বাহ্, এবারে অন্তত লোকে কথা শুনবে ,অকারণে রাস্তায় বেরোবে না |কিন্তু আমাকে তো কালকে দোকানে যেতে হবে ,অগত্যা সকালে উঠে গেলাম দোকানে |কিছু দরকারি জিনিস কিনে নিয়ে এলাম |বাড়িতে আসে বসলাম ল্যাপটপ খুলে ,শুরু করলাম সিনেমা দেখা ,অনেকগুলো সিনেমা একসাথে দেখে ফেললাম | একটুও বোরিং লাগছিলো না বিশ্বাস করুন |শুধু সিনেমা দেখেই প্রথম দিন টা কাটিয়ে দিলাম |