ডিয়ার ডায়েরি
ডিয়ার ডায়েরি


সপ্তম দিন:
আজ সপ্তম দিন|কি করবো বুঝলাম না |একগাদা কাজ লিস্ট করে নিয়ে বসে আছি |ভালো লাগছে না করতে কিছু |জানিনা কেন সকাল থেকে কাউকে একটা খুব মিস করছি |কোনো একদিন একসাথে লাঞ্চ করেছিলাম হটাৎ মনে পড়লো |যাক সে কথা ,আপনাদের আর সে সব বলে বিরক্ত করবো না |আজকে একটু জেনারেল নলেজ পড়লাম ,কোনো প্ল্যান করে নয়, হটাৎ ইচ্ছে হলো বই টা নিয়ে বসে পড়লাম |নিশ্চই ভাবছেন অনেক কিছু পরে ফেললাম |একদমই না |প্রথম লাইন পড়ে আবার সোশ্যাল মিডিয়া তে হাত চলে গেলো|খুবই বিরক্তিকর এই জিনিসগুলো |মানুষের জীবনের প্রায়োরিটি গুলিয়ে দেয়|