Rinki Banik Mondal

Inspirational


1  

Rinki Banik Mondal

Inspirational


ভালোবাসার জন্য(স্মরণীয় মুহূর্ত

ভালোবাসার জন্য(স্মরণীয় মুহূর্ত

1 min 516 1 min 516

বাড়িটা আলো,সানাইয়ের সুরে একেবারে ঝলমল করছে,জায়গাটা দেরাদুন। দুদিন পরে পুচকির বিয়ে সুজয়ের সাথে‌। 

দুপুরে হঠাৎ কলিংবেলের আওয়াজ, মায়ের হাতে চিঠি। চিঠিতে লেখা বিয়ের দিনই পুচকির আই.পি.এস এর ইন্টারভিউ দিল্লিতে।

পুচকির বাবাকে তো বোঝানো সম্ভব নয়, বিয়ে ভেঙে গেলে উনি খুব কষ্ট পাবেন, লোকজনের সমালোচনা, পুচকিও ইতস্ততবোধ করছে, তাই পুচকির মা পুচকিকে নিয়ে সুজয়ের সাথে দেখা করলো কফি হাউসে।

সুজয় পুচকিকে বোঝালো-"ভুলে যেওনা পুচকি বাইরে আমার বাইক ছিল,হাতে তোমার ইন্টারভিউয়ের চিঠি ছিল, সাথে আমার আর তোমার মায়ের সহযোগিতা ছিল,শুধু তোমার হ্যাঁ এর অপেক্ষা,,,"

..............

পুচকির কাছে সেদিনটা স্মরণীয় মুহূর্ত হয়ে রইল।তাই সে আজ সুজয়ের বউ হয়েও আই.পি.এস অফিসার।


Rate this content
Log in