ভালোবাসার ভিন্ন মানে
ভালোবাসার ভিন্ন মানে


ভালো লাগলেই কি ভালোবাসা হয় নাকি ভালো বাসলে ভালো লাগা হয়, না না সব এলোমেলো হয়ে যাচ্ছে। ভালোলাগা আর ভালোবাসা এই দুইয়ের টানাপোড়েনে আমি নিজেকেই ভুলতে বসেছি। একাদশ শ্রেণিতে পড়া মেয়েটির চোখে তখন সবেমাত্র ভালোলাগা শুরু হয়। ব্যাস ঐখানেই সব ভালোলাগার ইতি। মা-বাবার কড়া নির্দেশ ঐসব ভালোলাগা-টাগা সব শশুর বাড়িতে গিয়ে।
আমাদের মত মধ্যবিত্ত পরিবারে ঐ যে ঐ ভালোলাগা - টাগা কি বলে, ওসবের কোনো স্থান নেই। আচ্ছা আপনারা বলুন তো ভালোলাগা আর ভালোবাসা কি শুধুমাত্র একটা নারী আর পুরুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমি সেদিন আমার মা-বাবাকে বুঝিয়ে উঠতে পারিনি আমার ভালোলাগার জগৎটা ছিল অন্যরকম।
আমার ভালোলাগার চোখ স্বপ্ন দেখত স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে যাওয়ার, আমার ভালোলাগার চোখ স্বপ্ন দেখত উন্মুক্ত আকাশের নীচে দু-হাত মেলে দিয়ে মেঘলা দিনে বাতাসের সাথে ছুটোছুটি খেলার, আমার ভালোলাগার চোখ স্বপ্ন দেখত.....................হাঃ হাঃ হাঃ হাঃ আজ ভালোলাগা আর ভালোবাসা সব মিলেমিশে রান্নাঘরের মডিউলার ম্যাগনেটিক দরজার কপাটের মধ্যে চাপা পড়ে গেছে। যখন জোর করে কপাটগুলো খুলি ওরা উঁকি মেরে বলে এটাই তোর ভালোলাগা আর ভালোবাসা.....