STORYMIRROR

Rezwan Noor

Classics

4  

Rezwan Noor

Classics

আমার সোনার মাথা কাটা

আমার সোনার মাথা কাটা

2 mins
469

আমার সোনার মাথা কাটা


আমি তখন খুব ছোট। আমার বোন একজন শল্যচিকিৎসক। একদিন সে আমাদের বাসায় এলো। এসে আমাকে বললো, "জানো, আজ কী হবে?" আমি বললাম, "না।" তখন সে বললো, "তুমি কী দিয়ে শিশি করো?" আমি বললাম, "সোনা দিয়ে।" সে বললো, "আজ আমি তোমার ছোট্ট সোনার ছোট্ট মাথাটি কেটে দেবো।" আমি এ কথা শুনে কাঁদতে লাগলাম। সে বললো, "একদম ব্যথা লাগবে না।" তারপর বললো, "তোমার সোনাটি আমার হাতে তুলে দাও তো।" আমি দিলাম। সে বললো, "তোমার সোনাটি ফুটিয়ে দিই।" এরপর সে আমার সোনার চামড়া পেছন দিকে টেনে নিয়ে আমার সোনার হালকা গোলাপি রঙের মাথাটি বের করলো। এরপর আমার সোনার হালকা গোলাপি মাথায় সূচ ফোঁটালো। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। এরপর সে আমাকে চুমু দিয়ে বললো, "কিছু হয়নি। তোমার সোনার মাথায় একটি পিঁপড়ার কামড়ের মতো লেগেছে। একটু পরেই ব্যথা চলে যাবে।" একটু পর সে আমার সোনার মাথার চামড়া সামনের দিকে টেনে তাতে চিমটি কেটে বললো, "ব্যথা লাগে?" আমি বললাম, "না।" এরপর সে আমার সোনার মাথার চামড়া সামনের দিকে টেনে এক কোপ দিয়ে কেটে বললো, "তোমার ছোট্ট সোনার ছোট্ট মাথাটি কেটে ফেলেছি।" এবং সে আবার আমাকে চুমু দিলো। কিন্তু আমি তার উপর অভিমান করে দিলাম থাপ্পড় মেরে। সে কাঁদতে কাঁদতে চলে গেল, এবং বললো যে সে আর কখনো আসবে না। কিছুদিন পর আমার সোনার মাথার ক্ষত সেরে গেলে সে আবার আসলো, এবং আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। সে আমাকে অনেক আদর করলো, এবং আমার সোনার হালকা গোলাপি মাথায় চুমু দিয়ে সেটি নাড়তে লাগলো। বললো, সে এটি দিয়ে খেলবে। তারপর থেকে সে যখনই আসতো, আমার সোনা নিয়ে খেলতো। আমিও খুব মজা পেতাম। এভাবেই চললো একে অপরের প্রতি ভালোবাসা।


Rate this content
Log in

Similar bengali story from Classics