উষ্ণ আলিঙ্গন
উষ্ণ আলিঙ্গন


কোনো এক শীতের দিনে,
তোমায় নিয়ে পাড়ি দেবো দার্জিলিং এ ।
অচেনা শহরে অচেনা মানুষজনের ভীড়ে,
মিলিয়ে যাবো দুজনে দুজনার হাত ধরে।
উঁচু উঁচু পাহাড় কুয়াশা ঘেরা শহর,
টয়ট্রেনের হুইসেল্ আর
পাহাড়ি ঝরণার আওয়াজে,
গা ভাসিয়ে বেড়াবো কয়েকটা দিন ।
সন্ধ্যা নামলেই পৌঁছে যাবো,
শহরের আকর্ষণ ঐ ম্যালে-
রেলিং এর ধারে বেঞ্চিতে পাশাপাশি বসবো দুজন,
ধোঁয়া ওঠা কফিতে চুমুক দিতে দিতে সারবো কথোপকথন।
শৈল শহরের রাণির বক্ষে দাঁড়িয়ে,
চিৎকার করে বলবো তুমি আমার গল্পের নায়ক।
তোমার কানে বাজবে তার প্রতিধ্বনি,
তখনও কি তুমি বলবে আমি তোমাকে ভালোবাসিনি?
নাকি ঠাণ্ডায় ফ্যাকাশে হয়ে ওঠা আমার মুখ দেখে
একঝটকায় টেনে নেবে তোমার বক্ষ মাঝে,
আর কাঁপতে থাকা ঠোঁট জোড়া দখল করে
উষ্ণ আলিঙ্গনের মোড়কে মুড়িয়ে বলবে,
শরীরের আদুরে ভাষায় ভালোবাসা ভীষণ
ভালোবেসে যেতে চাই তোমাকে আজীবন,
বসন্তের রঙে রাঙিয়ে শরীরে শরীর মিশিয়ে
চল না আকণ্ঠ ডুবি তোমাতে আমাতে।