STORYMIRROR

Manik Chandra Goswami

Abstract Children

3  

Manik Chandra Goswami

Abstract Children

উদোর পিন্ডি

উদোর পিন্ডি

1 min
7

উদোর পিন্ডি

মানিক চন্দ্র গোস্বামী


ঝুলতে গিয়ে গাছের ডালে,

হাত ফস্কে ধরণীতলে,

ঠ্যাং ভেঙেছে দুস্টু এক বাঁদর,

ছোট্ট ভুলু আয়েসী চোখে,

ঘুমের ঘোরে কান্ড দেখে,

ভয় পেয়ে দিলো লম্বা দৌড়।

কি যে হলো না বুঝে পুসি,

এক দৌড়ে ঘরেতে আসি,

বসলো গিয়ে ছোট্ট খোকার পাশে,

খোকার হাতে দুধের বাটি,

বেড়াল দেখে লুটোপুটি,

দুধ চলকে বিছানা গেলো ভেসে।

খুড়ো মশাই ছিলেন শুয়ে,

চার পাশেতে নজর দিয়ে,

উষ্ণ দুধের লাগলো ছোঁয়া গায়ে।

হকচকিয়ে সটান উঠে,

হাতটি বোলান ভেজা পিঠে,

বিরক্তি দেখান খোকার মুখে চেয়ে।

খুড়োর এমন ভাবটি দেখে,

জোর গলাতে মাকে ডেকে,

নালিশ জানায় আপন স্বার্থ লাগি,

ঘরে ঢুকেই মায়ের নজর

পড়লো গিয়ে পুসির ওপর,

বেচারা পুসি দোষের হলো ভাগি।

যতই মাকে বোঝায় পুসি,

খোকন সোনা করেনি হিসি,

নিজেও সে যে মুখ দেয়নি দুধে,

ঘাবড়ে গিয়ে ভয় পেয়েছে,

দুধের বাটি কাত হয়েছে,

শুধু শুধুই ফুঁসছে খুড়ো ক্রোধে।

 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract