অয়ন হালদার

Romance

4.9  

অয়ন হালদার

Romance

তুমি

তুমি

1 min
1.1K


আমার মনে তুমি আচ্ছন্ন,

জাপটে ধরে তোমাকে

উষ্ণতা ছড়ায় নিঃশ্বাসে নিঃশ্বাসে ।

আমি তো তোমাতেই মত্ত।

হয়তো কল্পনা বলে,

না হলে তুমি কবেই বা আমার হলে!

যখন একাকী বসে বসে নিশিতে

তোমায় গড়ে তুলি,

তুমি হয়ে ওঠো মায়াবী!

মন চলে যায় তোমারই অন্তরে।

জানি তুমি আমার কাহিনী,

তবুও উলঙ্গ করে লজ্জা

করি তোমায় কামনা।

দয়া করে জীবিত হও তুমি,

ওহে কলমের লেখনী।


Rate this content
Log in

More bengali poem from অয়ন হালদার

Similar bengali poem from Romance