তুমি আসবে বলে
তুমি আসবে বলে


শুধু তুমি আসবে বলে
প্রচ্ছদ পোড়া ফিনিক্স
এখনও উড়ন্ত পারাবত।
ঘরের কোনে সযত্নে সাজানো
সৈকত ভেজা বালিয়াড়ি
সন্ধ্যা জোনাকির মতন সার্বক্ষণিক
শিশিরের গন্ধে প্রনয় স্নান টুপটাপ।
বিগত একহাজার বছর
একখানি নদী নিদ্রাহীন;
কিছু পাথরকুচি অতি দুর্লভ
মালা গেঁথে অভিমানী চাঁদ
অপেক্ষায় দুয়ারহীন পথিক।
পথ-ময় ছড়ানো ছিটানো শ্রাবন
আঁখিপাতে নিঃশব্দ মেঘ আজ
সঞ্চিত প্রহর গুনছে বৃষ্টি অনুক্ষণ
শুধু তুমি আসবে বলে!!