STORYMIRROR

Santanu Mandal

Romance

3  

Santanu Mandal

Romance

তুমি আসবে বলে

তুমি আসবে বলে

1 min
235


শুধু তুমি আসবে বলে

প্রচ্ছদ পোড়া ফিনিক্স

এখনও উড়ন্ত পারাবত।

ঘরের কোনে সযত্নে সাজানো 

সৈকত ভেজা বালিয়াড়ি 

সন্ধ্যা জোনাকির মতন সার্বক্ষণিক 

শিশিরের গন্ধে প্রনয় স্নান টুপটাপ।

বিগত একহাজার বছর

একখানি নদী নিদ্রাহীন;

কিছু পাথরকুচি অতি দুর্লভ

মালা গেঁথে অভিমানী চাঁদ

অপেক্ষায় দুয়ারহীন পথিক।

পথ-ময় ছড়ানো ছিটানো শ্রাবন 

আঁখিপাতে নিঃশব্দ মেঘ আজ

সঞ্চিত প্রহর গুনছে বৃষ্টি অনুক্ষণ

শুধু তুমি আসবে বলে!!


Rate this content
Log in

Similar bengali poem from Romance