STORYMIRROR

Dola Ahsan

Abstract

3  

Dola Ahsan

Abstract

তোমরা যারা বিষন্নতাকে বিলাসীতা বলো

তোমরা যারা বিষন্নতাকে বিলাসীতা বলো

1 min
642

মৃত্যুর মতো এত স্নিগ্ধ সুন্দর আর কিছু নেই। 

কিন্তু যে মানুষটার প্রতিরাতে মৃত্যু ঘটে একবার করে ?

যে মৃতপ্রায় অবস্থা থেকে টেনে তুলে নিয়ে নিজেকে প্রস্তুত করে পরদিনকার জীবনের নাটকের জন্য??

যে মানুষটা ঘুমে চোখ ভেঙে এলেও ঘুমুতে পারে না ভয়ে.....

এই বুঝি গলা টিপে ধরলো কেউ! 

এইভাবে যার মৃত্যু হয় সহস্রবার তার কাছেও কি মৃত্যু এতটাই স্নিগ্ধ সুন্দর? 

নাকি বহুকাল ধরে বয়ে বেড়ানো বিভৎস দূরারোগ্য ক্যান্সার? 

যার থেকে মুক্তি কামনা বৈ কিছুই চাওয়ার থাকে না আর!



Rate this content
Log in

Similar bengali poem from Abstract