তোমরা যারা বিষন্নতাকে বিলাসীতা বলো
তোমরা যারা বিষন্নতাকে বিলাসীতা বলো


মৃত্যুর মতো এত স্নিগ্ধ সুন্দর আর কিছু নেই।
কিন্তু যে মানুষটার প্রতিরাতে মৃত্যু ঘটে একবার করে ?
যে মৃতপ্রায় অবস্থা থেকে টেনে তুলে নিয়ে নিজেকে প্রস্তুত করে পরদিনকার জীবনের নাটকের জন্য??
যে মানুষটা ঘুমে চোখ ভেঙে এলেও ঘুমুতে পারে না ভয়ে.....
এই বুঝি গলা টিপে ধরলো কেউ!
এইভাবে যার মৃত্যু হয় সহস্রবার তার কাছেও কি মৃত্যু এতটাই স্নিগ্ধ সুন্দর?
নাকি বহুকাল ধরে বয়ে বেড়ানো বিভৎস দূরারোগ্য ক্যান্সার?
যার থেকে মুক্তি কামনা বৈ কিছুই চাওয়ার থাকে না আর!