STORYMIRROR

Dola Ahsan

Abstract Others

3  

Dola Ahsan

Abstract Others

নো ম্যানস ল্যান্ড

নো ম্যানস ল্যান্ড

1 min
39

কখনো কি ভেবে দেখেছো এই যে নো ম্যানস ল্যান্ড তার আদৌ কেমন লাগে? 

সে কি লুফে নিচ্ছে স্বাধীনতার স্বাদ? 

নাকি তারও কারও হতে ইচ্ছে করে?

তারও কি বলতে ইচ্ছে হয়-খবরদার আমাকে ছোঁবে না আমি অমুক দেশের মাটি।

নাকি সে খানিকটা উদাস গলায় বলে-ধুর কি এলো গেল? দরকার কি এত ঘাটাঘাটি? 

কিছু মানুষও যে নো ম্যান্স ল্যান্ড হয়। 

কেউ বেজায় খুশি তাতে

যেকোনো সময় হাত রাখা যায় যার তার হাতে।

কেউবা ভীষণ বিষন্নতায় ধূসর

অপেক্ষায় কাটে দিনমান

এই আশায় যে কেউ কোনও একদিন

শক্ত করে হাতটা ধরে অধিকার নিয়ে বলবে-

তুই আমার, মনে থাকবে?


સામગ્રીને રેટ આપો
લોગિન

Similar bengali poem from Abstract