সুজাতার পায়েস
সুজাতার পায়েস
এই যে যন্ত্রণাভোগ অথবা ভোগের যন্ত্রণা
জীবনটা বিষিয়ে উঠছে নিয়ত
এর থেকে মুক্তি পেতে কী করনীয়?
আমি প্রশ্ন রাখি গুরুজন,স্বজন,বিদ্বজ্জনের কাছে
প্রশ্ন করি মহামানব বুদ্ধের কাছেও-
মনের আর দেহের তালা বন্ধ করে
নিজেকে খুঁজি অনিবার
অদৃশ্য ভাগ্যনিয়ন্তাকে প্রশ্ন করি
রাত্রি নামে
অন্ধকার মৃত্যুর মতো শীতলতা ছড়ায়
মনের বিক্ষোভ কিছুটা কি কমে আসে?
নিঃশ্বাসে হিম ছড়ায়
এইমাত্র ,সুজাতা একবাটি পায়েস দিয়ে গেছে
ভগবান ভেবে নয়
পরম মমতার নিদর্শন রূপে
