ভোঁতা কলম
ভোঁতা কলম
ছেড়ে দাও পিশাচ
আমার ওপর ভর ক'রো না
আমাকে দিয়ে যা লেখাতে চাইছো
তা সম্ভব না
সম্ভব না-
জীবনের সবটুকু ঝুলি উপুড় করে ঢেলে দেওয়া
এই যে বাতাস, দিগন্ত-বিস্তৃত মাঠ
তার মাঝে দাঁড়িয়েও দম বন্ধ হয়ে আসে
বুক ফেটে আর্তনাদ বেরিয়ে আসতে চায়
তবুও...
আমায় জোর ক'রো না
কারন
সবটুকু বলে ফেললে একটা অঘটন অবশ্যম্ভাবী
তার স্রোতে খড়কুটোর মতো ভেসে যাবে সব স্থাবর-অস্থাবর
তাই বহু সুগভীর অদৃশ্য অশ্রুপাতের স্বয়ং সাক্ষী হয়েই রয়ে যেতে হয়
আর কলমও থেকে যায় বোবা...
